পেন ড্রাইভ বুটাবেল(Bootable Pendrive) করার সহজ পদ্ধতি, কোন প্রকার সফটওয়্যার ছাড়াই! - Prime TecH Bangla

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 10, 2017

পেন ড্রাইভ বুটাবেল(Bootable Pendrive) করার সহজ পদ্ধতি, কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!

কি করে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই একটি পেন ড্রাইভকে খুব সহজে বুটাবেল করা যায়।

প্রথমে আপনার পেন ড্রাইভটিকে কম্পিউটার-এর সাথে যুক্ত করুন। তারপর RUN মুড- যান।
Run মুডে যাওয়ার জন্য নিচের চিত্রে দেওয়া বাটন গুলো চাপুন।



এখন রান মুডে cmd লিখে Enter বাটন চাপুন।

নিচের ছবির মত দেখাবে।"diskpart" লিখে Enter চাপুন।

তারপর যে উইন্ডোটা আসবে সেখানে লিখুন "list disk" এবং এন্টার চাপুন।

এখন দুটো ডিস্ক দেখাবে। আপনি ডিস্ক ১ টি সিলেক্ট করবেন। ডিস্ক ১ সিলেক্ট করার জন্য আপনাকে লিখতে হবে "select disk 1" এবং এন্টার চাপতে হবে।

এখন আপনার পেন ড্রাইভটি সিলেক্ট অবস্থায় আছে। এবার আপনাকে লিখতে হবে "clean"
তারপর এন্টার চাপতে হবে।

ক্লিন করার পর আপনাকে প্রাইমারি পার্টিশন তৈরি করতে হবে। তার জন্য আপনাকে লিখতে হবে "create partition primary" তারপর এন্টার চাপলে আপনার পার্টিশন তৈরি হয়ে যাবে।

এবার আপনি পার্টিশনটি সিলেক্ট করুন এভাবে "select partition 1" এন্টার বাটন চাপুন।

পার্টিশটি সিলেক্ট করার পর পার্টিশনটি ফরম্যাট করতে হবে। তার জন্য এই লাইনটি লিখতে হবে "format=fs ntfs quick" এবং এন্টার কী চাপতে হবে।

ফরম্যাট হতে কিছু সময় নিবে। ফরম্যাট হওয়ার পর "active" কথাটি লিখে এন্টার চাপতে হবে।

আপনার পেন ড্রাইভটি বুটাবেল হয়ে যাবে। 
Active করার পর "exit" লিখে CMD মুড থেকে বেরিয়ে আসবেন। 

এবার আপনার পছন্দের উইন্ডোজটির সেট আপ ফাইল বা অন্য কোনো ফাইল কপি করে আপনার বুটাবেল করা পেন ড্রাইভ-এ পেস্ট করে দিন।
তাহলে তা বুটাবেল হিসেবে কাজ করবে। 

1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages